Join dotcomUNDERGROUND on Facebook Follow dotcomUNDERGROUND on Twitter Get updates by email dotcomUNDERGROUND RSS Feed
Friday, July 20th, 2012

আমাদের কৈশোরে (বা কারো শৈশবে) ছিলো না internet, ছিলো না cable tv (dish), আমাদের ছিল হিমু, মিসির আলী, বাকের ভাই, বহুব্রিহী এবং হুমায়ন আহমেদ সারের আরো অনেক সৃষ্টি|

পিছনে ফিরে তাকালে আজ মনে হয় সেই সময়ের বেশি ভাগ আনন্দই যেন হুমায়ন আহমেদের কাছ থেকেই পাওয়া| আজও মনে পরে লুকিয়ে লুকিয়ে তার বই পরা, হিমুর চরিত্রে ডুবে যাওয়া, বা মিসির আলীর সাথে রহস্যের কিনারা খোজা… মনে পরে তার বই পড়তে পড়তে আম্মুর হেসে গড়াগড়ি খাওয়া…

জীবনের যান্ত্রিক বাস্ততায় হইতো আমি বা আমার মতো অনেকেই আজ হারিয়ে ফেলেছেন সেই দিন গুলি অনেক আগেই… কিন্তু হ্যাঁ… মনে পরে… আজো মনে পরে…

মনে পরে বাকের ভাইয়ের ফাসি হওয়া… মনে পরে বাকের ভাইয়ের ফাসি থামাতে রাস্তায় মিছিল হওয়া… এবং তার ফাসির পর জনগনের ক্রুদ্ধ প্রতিক্রিয়া… একটি সামান্য নাটকের চরিত্রকে এতটাই জীবন্ত হয়ে উঠতে খুব একটা বোধয় দেখা যাই না|

যাই হোক… মানুষ চলে যাই… এটাই জীবনের নিয়ম… এবং এই প্রস্থানের লগ্নে শুধু একটি জিনিসই আমরা দিতে পারি কাউকে… তা হলো স্রষ্টার কাছে তার রূহের মাগফেরাত কামনা করা|

যেই মানুষটি আমাদের কৈশোরকে করে তুলেছিলো প্রানবন্ত, আসুন, সেই মানুষটির জন্য আমরা সবাই দোয়া করি যেন আমাদের এত মানুষকে দেব আনন্দের প্রতিদানে মহান আল্লাহ তাকে বেহস্ত নসিব করেন… আমিন|

তার সাথে আরো অনুরোধ থাকবে জাতির কাছে… আমরা যেন তার সৃষ্টি গুলোকে হারিয়ে না ফেলি… আমাদের পরবর্তী প্রজন্মের হাতেও যেন আমরা তুলে দিতে পারি হিমু এবং মিসির আলী কে|

এবং পরিশেষে… ধন্যবাদ আপনাকে হুমায়ন আহমেদ, সুন্দর একটি কৈশোর উপহার দেবার জন্য ধন্যবাদ|



Join dotcomUNDERGROUND on Facebook Follow dotcomUNDERGROUND on Twitter Get updates by email dotcomUNDERGROUND RSS Feed
Get updates delivered to your email:  Enter email address:  


Categories: Bangladesh

Sorry, comments for this entry are closed at this time.

Get Update Notifications

 Subscribe in a reader Or, subscribe via email:
Enter your email address:  
dotcomUNDERGROUND RSS Feed
Find entries :

Browse by Tags »